“পরিমনি-রাজ” এই নাম দুটো যেন সবসময় হট টপিকেই থাকে। আলোচনা আর সমালোচনা যেন এদের ঘিরে থাকতেই বেশ সাচ্ছন্দবোধ করে। দুজনেই মিডিয়ায় অভিনেতা অভিনেত্রী হিসেবে কাজ করে আসলেও এরা নিজেদের ব্যাক্তিগত জীবন নিয়েই বরাবর সমালোচিত। গেলো ২৯শে মে অভিনেতা শরিফুল রাজের ফেসবুক প্রোফাইল থেকে কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় জাতীয় চলচিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী ‘সুনেহরা বিনতে কামাল’ এর সাথে শরিফুল রাজের অপ্রত্যাশিত কিছু মুহুর্ত। সাথে ছিলো অভিনেত্রী তানজিন তিশা ও নাজিফা তুশি।
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
ভিডিওতে দেখা যায়, মধ্য রাতে তারা বেশ মাতাল অবস্থায় রয়েছে এবং অকথ্য ভাষায় কথাবার্তা বলছে। যদিও ভিডিওটি আপলোডের ১৭ মিনিটের মাথায় সেটি ডিলিট করে দেওয়া হয়। তবুও এই ভিডিওটি নিয়ে তীব্র সমালোচনার জন্ম দেয় সকলের মাঝে।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী সুনেহরাহ কামাল এক দীর্ঘ পোস্ট শেয়ার করেন। সেখানে লেখা ছিলো, “আমি রাজকে দশ বছরেরও বেশি সময় ধরে চিনি এবং সে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। আমরা সবাই জানি কিভাবে আমরা আমাদের বেস্টফ্রেন্ডদের সাথে কথা বলি।”
তার কথায় ভিডিওটি ৫ বছর আগের ছিলো। ‘ন ডরাই’
সিনেমার প্রস্তুতির জন্য তাকে কিছু স্ল্যাং ইউজ করতে হয়েছে। রাজ যেহেতু তার বেস্ট ফ্রেন্ড, তাই তিনি তার সাথেই এক প্রকার চর্চা করছিলো কথা বলার মাধ্যমে। আর শুট্যিং চলাকালীন সময়ে ইনজুরড হয়ে তিনি ওভাবে হাঁটছিলেন।
সুনেহরা আরো লেখেন, “এটাকে বড় করে দেখবেন না অনুগ্রহ করে, কারণ আইডি হ্যাক হয়েছিল এটা নিশ্চিত আর আমরা সবাই জানি কে করেছে। যিনি সবকিছুই মানুষকে জানানোর ছুতো খোঁজেন। আমি আইনি ব্যবস্থা নেব যারা এগুলো ছড়িয়ে আমাকে হেনস্তা করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে। ধন্যবাদ।“
তার এই দীর্ঘ পোষ্টটিতে নাম উল্লেখ না থাকলেও বোঝা যায়, এই ছবি ও ভিডিওগুলো প্রকাশ করার পেছনে রাজের স্ত্রী পরীমণি দায়ী।
এর আগে ২৩ মে সামাজিক মাধ্যমে একটি সেলফি শেয়ার করেন সুনেহরা। সেই সেলফিতে শরিফুল রাজ ছাড়া আরো ছিলেন সিয়াম আহমেদ, মাশরুর ইনান ও রিপন নাথ। ক্যাপশনে সুনেহরা শুধু লিখেছিলেন, ‘আরেহ’। সেই ছবিতে পরীমণি কমেন্ট করেন। সুনেহরার মনে করছেন, এই ছবির জন্যই হয়তো জ্বলে ছাই পরিমনি।
তবে পরিমনির দাবী সে এসব করেনি। এক ফোনালাপে তিনি জানায়, এসব ব্যপারে তাকে যেন দোষারোপ না করা হয়।
অন্য এক ফোনালাপে সুনেহরা সরাসরি পরিমনিকে দায়ী করেছেন। সুনেহরার দাবি, তার সংসার নষ্ট করার জন্য পরি এসব করছে।
দেখা যায় পরীমনির অফিসিয়াল ফেইসবুক অ্যাকাউন্টে রিলেশনশিপ স্ট্যাটাসে দেয়া ম্যারিড টু শরিফুল রাজ সেটা আর এখন নেই।
এর আগেও বিদ্যা সিনহা মিম’কে নিয়ে রাজ আর পরির মাঝে ঝামেলার সৃষ্টি হয়েছিলো। এবার আবারো সেই একই রকম ঝামেলা অন্য কাউকে নিয়ে। তবে এই ঘটনার পর ভক্তদের অবাক করে দিয়ে রাজ আর পরিমনিকে দেখা গেল আবার একসাথে। ছেলে রাজ্য’র ১০ মাস জন্মদিন উপলক্ষে পরি আর রাজ কে দেখা যায় এক ফেসবুক ভিডিওতে, যেটি পরি তার ফেসবুক প্রোফাইলে আপলোড করেন। অনেকে বলছেন, সন্তান রাজ্য’ই বাবা মা কে এক করেছেন।
এ বিষয়ে পরীমণি একটি পোষ্ট শেয়ার করেন যে, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন...। কিন্তু সব কি আর সব সময় এক হয়? আমরা ১০ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করব। যেখানে আমরা জীবনের অন্য কোনো ইস্যু টানব না। ৯ তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন, সবাই মিলে।’
আর এই কারণেই শেষমেষ রাজ আর পরিমনির বিচ্ছেদ ঘটে।