সালমান খান কি এখনো ক্যাটরিনার প্রেমে মশগুল? Salman Khan | Katrina | Viki

Author
0

 


সালমান খান কেউ চেনেভাইজাননামে আবার কেউ কেউ বলেবলিউডের চিরকুমার বয়স তার হাফ সেঞ্চুরির কোটায় এখনো বিয়ে নামক জিনিসটা তাকে ছুতে পারেনি যার জন্য নারীরা ব্যাকুল হয়ে থাকে, সে কেনো এখনো বিয়ে করেননি? অবশ্য ভাইজানের প্রেমিকার তালিকা বেশ বড়সড় একসময়ের বলিউডের মিস ইন্ডিয়া খ্যাত সংগীতা বিজলানি, অভিনেত্রি সোমি আলি, ঐশ্বরিয়া রায় ছাড়াও জনপ্রিয় সব তারকাদের সাথে ছিল সাল্লু ভাইয়ের প্রেম তার সবগুলো প্রেমই ছিলো সমালোচিত আর বিতর্কিত কিন্তু সবচেয়ে বেশি যে প্রেম কাহিনি নিয়ে সমালোনা হয়, সেটা হলো সালমান-ক্যাটরিনার প্রেম


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



সবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন ক্যটরিনা জন্ম হংকং হওয়ায় হিন্দি ভাষা ততটা জানতনা ক্যাট পরিচয় হয় সালমানের সাথে হয়ে যায় প্রেম হাতে ধরে সব শেখায় প্রেমিকাকে ২০০৫ সালেম্যায়নে পেয়ার কিয়ুন কিয়াসিনেমায় সালমান এবং ক্যাটরিনা দুজন একসাথে অভিনয় করেন তবে এই বাই বর্ন লাভারের জীবনে প্রেম যে বেশিদিন টিকে না তা তো আমরা সবাই জানি এখানেও হলো তাই ২০০৯ সালেআজব প্রেম কি গযবসিনেমায় অভিনয়ের সময় রণবীর কাপরের সাথে ঘনিষ্ট হয়ে পরে ক্যাটরিনা নিয়ে সালমান রেগে যায় ক্যাটরিনার ওপর এরপরই সালমানের সাথে বিচ্ছেদ ঘটে ক্যাটরিনার ক্যাটরিনা একটা টেক্সট মেসেজে জানিয়ে দেয় সে আর সালমানের সাথে সম্পর্ক রাখতে পারবে না। তবে শুধু রণবীরের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই যে তাদের মধ্যে সম্পর্ক ভেঙ্গেছে তা নয়, সালমান এবং ক্যাটরিনার সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে আরও অন্য কারণ ছিল বলে জানা যায় শোনা যায় ক্যাটরিনাকে নিয়ে খুব বেশি রক্ষণশীল হয়ে পড়েছিলেন সালমান সালমান বরাবরই তার প্রেমিকাদের প্রতি বেশ রক্ষণশীল ক্যাটরিনার আগেও সালমানের জীবনে যাদের আবির্ভাব হয়েছিল, তারাও সালমানের এই স্বভাব নিয়ে বিব্রত বোধ করতেন। তবে পরবর্তিতে রণবির-ক্যাটরিনার প্রেমও টেকেনি রনবীরের সাথে বিচ্ছেদের পরে ক্যাটরিনা আবার ফিরে আসে সালমান খানের কাছে একসাথে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তারপর হঠাৎই ক্যাটরিনা বিয়ে করে নেয় অভিনেতা ভিকি কৌশলকে ভাইজানের মন আবারো ভাঙ্গে। তবে সালমান নিয়ে অতটা মাথা ঘামান না সে তো এসব ব্যাপারে ইউসড টু কেটে যায় কয়েক বছর তার প্রেমিকা সকলের বিয়ে হয়ে যায় আমাদের সাল্লু ভাই থাকে একলাই



সম্প্রতি দুবাইয়ের এক তারকা এওয়ার্ড অনুষ্ঠানে দেখা যায়,  ক্যাটরিনার স্বা্মী ভিকির প্রতি সালমানের অদ্ভুদ আচরন একটি ভিডিও তে দেখা যায়, এওয়ার্ড অনুষ্ঠানে ভিকি তার ভক্তদের সাথে সেলফি তুলতে ব্যাস্ত আর ওদিকে সালমান খান আসছিলো স্টেজের দিকে সালমানকে দেখে ভিকি শুভেচ্ছা বিনিময়ের জন্য এগিয়ে গেলে সালমানের নিরাপত্তাকর্মীরা হাত দিয়ে ঠেলে সরিয়ে দেন ভিকিকে

ঘটনায় সালমান খানিকটা পিছন ফিরে ভিকিকে দেখলেও কোনও প্রতিবাদ করেননি বরং ভিকিকে না দেখার ভান করে তাকে এড়িয়ে স্টেজের দিকে এগিয়ে যান মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায় সালমানের এমন আচরণে নেটিজেনরা হতবাক হয়েছেন। কেউ বলছেন, এত কেন অহংকার সালমানের আবার কেউ বলছেন, এখনও ক্যাটকে পুরোপুরি ভুলতে পারেননি সালমান, আর তাই ভিকিকে পছন্দ নয় সালমানের টুইটারে কেউ আবার পোষ্ট করেছে, তুমি কে সেটা কোনো বিষয় না টাইগার আসলে রাস্তা থেকে সরে দাড়াতে হবে তবে বিষয়ে ভিকি কিংবা সালমানের কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!