এবার টাইটানিকের থেকেও বড় দৈত্যাকার জাহাজ নামলো সাগরে! || Icon of the Seas || Cruise Ship

Author
0

 


১৪ এপ্রিল রাত ১১টা ৪০। ফ্রেদেরিক ফ্লিট ও রেজিন্যাল্ড লি টাইটানিকের ক্রো’জ নেস্টে দাঁড়িয়ে আইসবার্গের দিকে কড়া নজর রাখছে। জাহাজ ছুটে চলেছে ২২ নটে। আচমকা জাহাজের একেবারে সামনে আইসবার্গ চোখে পড়লো ফ্লিটের। “আইসবার্গ এহেড” বলে চিৎকার করে উঠলেন তিনি। পরের ঘটনা সবার জানা। আইসবার্গটি জাহাজের ডান দিকে আঘাত করে বের হয়ে যায়। ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ ততক্ষণে বুঝে গেছেন, জাহাজ ডুবে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। রাত ২টা ২০ মিনিটের দিকে জাহাজটি কমপ্লিটলি পানির নিচে চলে যায়।


পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন



টাইটানিক ডুবে যাওয়ার পরে কেটে গেছে ১১২ বছর! তবুও টাইটানিকের নাম শোনে নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। টাইটানিককে অমর করে রাখার পেছনে সবথেকে বড় অবদান এর অকালমৃত্যু। এছাড়াও জেমস ক্যামেরনের অবদানও কম না। টাইটানিক সিনেমাটিতে তিনি যেভাবে এর বিরহগাথাকে রোমান্টিক অ্যাঙ্গেলের মাধ্যমে দেখিয়েছেন, তাতে করে মানুষের মনে আরো বেশি গেঁথে গেছে টাইটানিকের নাম।

অথচ এই ১১২ বছরে এরথেকেও অনেক বড় এবং জাঁকজমকপূর্ণ জাহাজ এসেছে সমুদ্রের বুকে। যার সবথেকে রিসেন্ট উদাহরণ আইকন অফ দ্য সিজ। যা টাইটানিকের থেকেও ৫ গুণ বড়...ভাবা যায়! দৈত্যাকার এই ক্রুজ শিপটি অলরেডি সমুদ্রের বুক চিড়ে যাত্রা শুরু করে দিয়েছে। নাম রাখা হয়েছে আইকন অফ দ্য সিজ। রীতিমত লিওনেল মেসির মতো গ্লোবাল সুপারস্টারকে এনে উদ্বোধন করানো হয়েছে এটির। এক দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলারের এই ক্রুজ শিপটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি বন্দর থেকে অফিশিয়ালি প্রথম যাত্রা শুরু করলো গত ২৭ জানুয়ারি, ২০২৪ এ। মোট ৭ দিনের যাত্রা শেষে এটি গিয়ে পৌঁছায় এর গন্তব্য পূর্ব ও পশ্চিম ক্যারিবিয়ান আইল্যান্ডসে। রয়্যাল ক্যারিবিয়ান কোম্পানির এই ক্রুজ শিপটির দৈর্ঘ্য ১২০০ ফুট এবং ওজন প্রায় আড়াই লাখ টন! যা প্রায় ১২৫০ টি নীল তিমির সমান!

বিশাল এই জাহাজে প্রায় ৭ হাজার ৬০০ জন যাত্রী এবং ২ হাজার ৩৫০ জন ক্রুর থাকার ব্যবস্থা আছে। এতে থাকা 'ক্যাটাগরি সিক্স' নামে ওয়াটার পার্কটি এখন পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ওয়াটার পার্ক। যাত্রীদের দাপাদাপি করার জন্য এতে আছে রেকর্ডসংখ্যক ৬টি ওয়াটার স্লাইড। তবে যারা একান্তে সময় কাটাতে চান তাদের জন্যেও আছে ৭টি পুল এবং ৯টি ওয়ার্লপুল।

জাহাজটিতে খাওয়া-দাওয়া, ড্রিংক ও বিনোদনের জন্য থাকছে ৪০ এরও বেশি ভ্যারাইটি। এসব সুযোগ-সুবিধার বেশিরভাগই যাত্রীদের মূল ভাড়ার সাথেই ইনক্লুডেড থাকবে। যাত্রীদের জন্য এতে আছে ২০টি ডেক এবং আশপাশের আরও ৮টি এলাকা। বাচ্চা-কাচ্চা নিয়ে যে কাপলরা যাবেন তাদের জন্য যেমন স্পেশাল ফ্যাসিলিটি আছে, তেমনি শুধু প্রাপ্তবয়স্কদের জন্যেও আছে বিশেষ ব্যবস্থা। ক্রুজ শিপটির সামনের দিকে আছে 'অ্যাকোয়াডোম'। যেখানে আছে ৫৫ ফুট লম্বা একটি আস্ত ওয়াটারফল। আরও আছে বিশাল এক সেন্ট্রাল পার্ক। যেখানে আছে ভাস্কর্য এবং প্রচুর পরিমাণে গাছপালা। 'থ্রিল আইল্যান্ড'-নামে বিশালাকার ওয়াটার পার্কও আছে এ ক্রুজ শিপটিতে। 'সার্ফসাইড' নামে একটি পারিবারিক এলাকা আছে। সরাসরি সমুদ্রের দৃশ্য দেখার জন্য আছে 'রয়্যাল প্রমেনেড''দ্য হাইডওয়ে'তে আছে ইনফিনিটি পুলও। একইসাথে বিনোদন দেওয়ার জন্য শিপটিতে আছে ৫০ জনেরও বেশি মিউজিশিয়ান ও কমেডিয়ান। আছে ১৬ টি অর্কেস্ট্রার আয়োজন।



রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের ভাষ্যমতে, 'আইকন অব দ্য সিজে' ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। প্রতিষ্ঠানটি তাদের ৫ দশকের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এটি নির্মাণ করেছে। এর আগে তারা অন্য কোনো ক্রুজ শিপ তৈরি করতে এত বেশি সময় নেয় নি। এই ক্রুজ শিপটির আরেকটি দিক খুবই ইম্পর্ট্যান্ট। 'আইকন অব দ্য সিজ' রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের প্রথম ক্রুজ শিপ, যা লিকুইড ন্যাচারাল গ্যাস ও ফুয়েল সেল টেকনোলোজিতে চলবে। প্রতিষ্ঠানটি ধীরে ধীরে পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে ঝুঁকছে।

প্রতিদিন প্রায় ২ হাজার ৬০০ কর্মী 'আইকন অব দ্য সিজ' নির্মাণের কাজ করেছেন। এমনকি সমুদ্রে টেস্ট ড্রাইভের সময় শত শত এক্সপার্ট ছিলেন এই ক্রুজ শিপ প্রমোদতরিতে ছিলেন। তারা ৪ দিন ধরে জাহাজটির সক্ষমতা যাচাই করেন।

এখন কথা হচ্ছে, ৭ দিন ধরে ক্যারিবিয়ান সমুদ্রের বুকে এত এত আয়োজন উপভোগ করতে হলে কত টাকা খরচ করতে হবে? জানা গেছে, প্রথম যাত্রায় জনপ্রতি গুনতে হয়েছে ১৮শ থেকে ২২শ ডলার করে। সামর্থ্য থাকলে তাই আপনিও চড়ে বসতে পারেন অবিশ্বাস্য এই ক্রুজ শিপে। ঘুরে আসতে পারেন মায়ামি হয়ে ক্যারিবিয়ান আইল্যান্ডগুলো। টাইটানিকের মহাকাব্যিক ফিল না পেলেও, পাবেন তার থেকেও অনেক অনেক বেশি জাঁকজমকপূর্ণ আয়োজন উপভোগ করার সুযোগ।

মতামত

0Comments

আপনার মতামত লিখুন (0)

#buttons=(ঠিক আছে!) #days=(20)

এই ওয়েবসাইটি ব্যবহারে আপনার অভিজ্ঞতাকে আরো উন্নত করার জন্য কুকিজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা কখনই আপনার সম্মতি ছাড়া আপনার কোনো ডাটা সংরক্ষণ করব না। আরো জানুন
Ok, Go it!