কখনো সে দিল্লির সুলতান
আলাউদ্দিন খিলজি, কখনো আবার মুম্বাইয়ের গল্লি র্যাপার মুরাদ। কখনো আবার পুলিশ
ইনস্পেকটর সিম্বা। নানান রূপে পর্দায় দাপিয়ে বেড়ানো সেই একজন মানুষ, যার নাম
"রণবীর সিং"।
ব্যবসা সফল ছবি উপহার দিয়ে যেমন তিনি পরিচালকদের কাছে আসল হিরো। তেমনি তার ভক্ত অনুরাগীদের কাছেও বেশ জনপ্রিয়ও। তার প্রশংসার ঝুলির পাশাপাশি, সমালোচনার ঝুলিটাও বেশি ভর্তি৷ বিভিন্ন সময় সে সমালোচনা দিয়েও সকলের নজরে আসেন। তার অভিনয়ের থেকে তার পোষাক আশাক নিয়েই বেশি সমালোচনা হয়। কখনো স্কার্টের সাথে শার্ট, কখনো ছেড়া জামা, কখনো চকমকে ডিজাইনের উদ্ভট সব ড্রেস।
পুরো লেখাটি পড়তে না চাইলে ভিডিওটি দেখুন
রাস্তায়, অনুষ্ঠানে,
পার্টিতে সব খানেই যেন তিনি এই পিকুলিয়ান সাজেই নিজেকে আরামবোধ করেন। এটাই তার
ফ্যাশন স্টাইল। কিছুদিন আগে নেট পাড়া গরম হয়েছিলো রনবীরের নগ্ন ফটোশুটে। না কেউ
স্ক্যান্ডাল ছড়ায়নি। সে নিজেই ক্যামেরার সামনে বার্ট রেনল্ডসের মতো পোজ দিয়ে ছবি
তোলেন, এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ছবি তো রীতিমতো ভাইরাল হয়।
সেখানেও দেখা যায় ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ তার এই সাহসকে সাধুবাদ
জানায়, কেউবা আবার নাক ছিটকিয়ে গালাগালও দেয়।
তবে এইসব সমালোচনা যেন
গায়েই মাখেন না এই অকুতোভয় অভিনেতা। আর এ কারণেই হয়তো সে এগিয়ে যাচ্ছে তার মতো
করেই।
বলিউড ছেড়ে এবার হলিউড
মাতাতে যাচ্ছেন এই অভিনেতা। স্ত্রী দিপিকার পরে এবার নিজেও পাড়ি জমাবেন হলিউড
অঙ্গনে। স্ত্রী দীপিকা ২০২১ এ হলিউডের ট্যালেন্ট এজেন্সি "আইসিএম" এর
সঙ্গে চুক্তি সাক্ষর করেছিলেন।
এবার হলিউডের ট্যালেন্ট
এজেন্সি "উইলিয়াম মরিস এন্ডেভার" - এর সঙ্গে বিশ্বব্যাপী
প্রতিনিধিত্বের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন রণবীর। প্রসঙ্গত, ট্যালেন্ট এজেন্সি
"উইলিয়াম মরিস এন্ডেভার" - এর সঙ্গে চুক্তি রয়েছে বহু নামী হলিউড
তারকার। এই তালিকায় রয়েছেন, বেন অ্যাফ্লেক, হিউ জ্যাকম্যান, মিশেল উইলিয়ামস,
ক্রিশ্চিয়ান বেল, ম্যাট ডেমন এবং জেনিফার গার্নারের মতো হলিউড তারকারা।
হয়তো শীঘ্রই হলিউডের এক
ওয়েব সিরিজে দেখা যাবে এনার্জেটিক অভিনেতা রনবীর সিং কে। এক প্রতিবেদনে জানা যায়,
রণবীরের ব্র্যান্ড মূল্য এখন ১৮১.৭ মিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যেই বেশকিছু
আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে মনোনীত হয়েছেন তিনি।
আবার ভারতে ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি "ন্যাশনাল বাস্কেটবল
অ্যাসোসিয়েশন" এর সাথে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশীদারিত্ব যোগ
দিচ্ছেন।
হলিউডে যাত্রা রণবীরের জন্য হয়তো একটা বড় সুযোগ। এর আগেও বহু ভারতীয় হলিউডে কাজ করেছেন। তবে, রণবীর সিংহকে হলিউড প্রোজেক্টে দেখতে সকলেই বেশ উন্মুখ হয়ে রয়েছে। তার স্ত্রী দিপিকার অভিনীত প্রথম হলিউড মুভি "ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ" বেশ প্রশংসা কুড়িয়েছিলো। মুভিতে দিপিকার সাথে ছিলো হলিউডের অ্যাকশন হিরো ভিন ডিজেল। মুভিতে আরো ছিলো, স্যামুয়েল এল. জ্যাকসন, নিনা ডবরেভ, রুবি রোজ ও কনোর ম্যাকগ্রেগর এর মতো দাবড় দাবড় সব কলাকুশলীরা।